‘গো-মাংস খাওয়া ছাড়লেই গণপিটুনি বন্ধ’

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতা ইন্দ্রেশ কুমার।

‘গো-মাংস খাওয়া ছাড়লেই গণপিটুনি বন্ধ’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‘গোমাংস খাওয়া ছেড়ে দিন, তাহলেই গণপিটুনি বন্ধ হয়ে যাবে। ’ এমন আক্রমণাত্বক বক্তব্য দিয়েছেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতা ইন্দ্রেশ কুমার।

সোমবার ঝাড়খণ্ডে জাগরণ হিন্দু মঞ্চের সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

অভাব আর গণপিটুনিতে সম্পর্কে আরএসএসের এ নেতা আরো বলেন, ‘অবশ্যই গো-রক্ষা করা এবং গোবরকে সিমেন্ট হিসাবে ব্যবহার করা উচিত।

তাহলেই অভাব আর গণপিটুনিতে পূর্ণচ্ছেদ পড়বে। ’

তিনি বলেন, ‘যিশু খ্রিস্ট আস্তাবলে জন্মেছিলেন বলে খ্রিস্টান ধর্মে গরুকে পবিত্র হিসাবে গণ্য করা হয়। মুসলিমদের তীর্থক্ষেত্র মক্কা, মদিনায় গো-হত্যা অপরাধ। ’

ইন্দ্রেশ আরও বলেন, আমরাও তো গো-হত্যা বন্ধ করতে পারি।

গো-রক্ষার এই প্রতিজ্ঞা করলেই গণপিটুনির সমস্যার সমাধান হয়ে যাবে।

শুক্রবার রাতে অলওয়ারে স্বঘোষিত গোরক্ষকদের পিটুনিতে মৃত্যু হয় রাখবর খানের। গত বছর পেহলু খানের পর ফের এই অলওয়ারেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় দেশ ভারত জুড়ে তোলপাড় শুরু হয়। সে ঘটনা ভারতের গণ্ডি পেরিয়ে স্থান করে নেয় আন্তর্জাতিক গণমাধ্যমেও।

রোববার কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মন্তব্য করেন, মোদীর জনপ্রিয়তা বাড়ছে বলেই গণপিটুনির মতো ঘটনা বাড়ছে। আর তার পরের দিনই আরএসএস নেতার এই দাওয়াইয়ে ফের বিতর্ক দানা বাঁধছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর