চা–বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে খুশি আন্দোলনকারীরা

ফাইল ছবি

চা–বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে খুশি আন্দোলনকারীরা

শ্রীকান্ত গোপ

চা–বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের খবরে খুশি চা শ্রমিকরা। তবে আজ শুক্রবারও ন্যায্য মজুরির দাবিতে চা শ্রমিকদের আন্দোলন চলছে।  

চা শ্রমিকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের শেষ ভরসা। তাঁরা প্রধানমন্ত্রীর কাছ থেকে ন্যায্য মজুরির বিষয়ে সময়োপযোগী ঘোষণার জন্য অপেক্ষা করছেন।

 

আজও হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করছেন। সমাবেশে চা শ্রমিকরা জানান, আন্দোলনের ১৮ দিন পার হলেও কেউ তাদের খোঁজ নেননি। তাঁরা কীভাবে সংসার চালাচ্ছেন। কীভাবে সন্তানদের মুখে খাবার তুলে দিচ্ছেন তার খবর কেউ নিচ্ছে না।

খুব কষ্টে ছেলে-মেয়েদের মুখে খাবার তুলে দিচ্ছেন। তাও প্রতিদিন জুটাতে হিমশিম খেতে হচ্ছে। কোনো রকম জাউ ভাত ও ভাতের মাড় খেয়ে দিন পার করছেন তাঁরা। তাই তাঁরা চান, তাদের ন্যায্য দাবি ৩০০ টাকা মজুরি মেনে নেওয়া হোক।
news24bd.tv/হারুন