প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ইউরোপে শেষ হলো দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ইউরোপে শেষ হলো দুর্গোৎসব

ডেস্ক রিপোর্ট

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ইউরোপেও শেষ হলো শারদীয় দুর্গোৎসব। দেশের সঙ্গে মিল রেখে পর্তুগাল, ইতালি, গ্রিস, ভেনিস বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। প্রতিনিধিদের পাঠানো খবরে ডেস্ক রিপোর্ট।

পর্তুগালের রাজধানী লিসবনেও শারদীয় উৎসবের রঙ।

দেবি দুর্গাের আরাধনা পুষ্পাঞ্জলি, আরতি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গোৎসব করেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা।  

ঢাকের তালে ইতালি প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করে দুর্গোৎসব। চলতি বছর মিলান, তরিনো, ব্রেসিয়া, বলোনিয়া , ভেনিস, পাদোভা, বোলজানো , স্ট্রা শহরে প্রায় ১০টি পূজা মণ্ডপে পূজা পালন করছেন সনাতন প্রবাসীরা। দেশের মতো এতো লোক সমাগম না হলেও, ভেনিসের পূজামণ্ডপ গুলোতে আনন্দের কমতি ছিল না।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান রোমের দুটি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে।  

গ্রিসে নানা আয়োজনের মধ্যে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাে পূজা। গ্রিস প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের লোকজনের পূজা মণ্ডপ পর্দিশন করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদসহ দূতাবাসের কর্মকর্তারা।

বিজয় দশমীতে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।

news24bd.tv/কামরুল