নিউজিল্যান্ডকে সহজ টার্গেট দিল বাংলাদেশ

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডকে সহজ টার্গেট দিল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ১৩৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ। ধীর গতির শুরুর পর মিডল অর্ডারের ব্যার্থতায় বড় সংগ্রহ পায়নি সাকিবরা। শেষ সময় সোহানের ১২ বলে ২৫ রানে ভর করে ২০ ওভার শেষে ১৩৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।  

এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড।

শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ধাক্কা খায় মিরাজের উইকেট হারিয়ে। দ্বিতীয় ওভারে দলীয় ১২ রানে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর শান্ত-লিটনের ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪১ রান।  
ইয়াসির, মোসাদ্দেক, মেহেদিদের ব্যার্থতার দিনে ভালো কিছু করতে পারেননি সাকিব আল হাসান।
সাকিবের সংগ্রহ ১৬ বলে ১৬ রান। শান্তর ২৯ বলে ৩৩, লিটনের ১৬ বরে ১৫, আফিফের ২৬ বলে ২৪ রান দেখে মনেই হয়টি এটি সীমিত ওভারের ম্যাচ।

 নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও ইশ সোধি।

নিউজিল্যান্ডের মাটিতে এই ম্যাচ জিততে হলে অবিশ্বাস্য কিছু করতে হবে তাসকিনদের।  

news24bd.tv/আজিজ