ইউক্রেনে আবারও বিমান হামলা, নিহত ৭

সংগৃহীত ছবি

ইউক্রেনে আবারও বিমান হামলা, নিহত ৭

অনলাইন ডেস্ক

ইউক্রেনে আবারও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। বুধবার (১২ অক্টোবর) সকালে পূর্ব ইউক্রেনের শহর আভদিভকার একটি বাজারে বিমান হামলা চালানো হয় বলে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।


 
দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন এ বিষয়ে বলেন, পূর্ব ইউক্রেনের শহর আভদিভকার একটি বাজারে রাশিয়ার বিমান হামলা চালিয়েছে। জনাকীর্ণ বাজারে বিমান হামলায় চালানোয় অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, রাশিয়ানরা সেন্ট্রাল মার্কেটে হামলা করেছিল, যেখানে সেই সময়ে অনেক লোক ছিল। ধরনের হামলার কোন যুক্তিকতা নেই।

এদিকে খেরসনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাশিয়ান গণমাধ্যম আরআইএ নিউজ এজেন্সি জানিয়েছে, শহরের কেন্দ্রীয় বাজারের কাছে একটি ডিভাইস বিস্ফোরিত হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জাপোরিজিয়া অঞ্চলের দক্ষিণে রাশিয়ান নিয়ন্ত্রিত মেলিটোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেডোরভও টেলিগ্রামে বলেন, শহরে একটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে।

news24bd.tv/হারুন