তিন শিক্ষার্থীকে রড দিয়ে পেটানোর অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

তিন শিক্ষার্থীকে রড দিয়ে পেটানোর অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম কলেজের তিন শিক্ষার্থীকে রড দিয়ে পেটানোর অভিযোগ ওঠেছে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুরে বিরুদ্ধে। এই সময় সবুজের সঙ্গে ছাত্রলীগের আরও সাত কর্মী ছিলেন। বুধবার (১২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

পেটানোর ঘটনায় ওই দিন রাতে চকবাজার থানায় সবুজ মল্লিকসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দেন তাঁরা।

অভিযোগে রড ও ছুরি দিয়ে মারধর করার অভিযোগ আনা হয়।  

মারধরের শিকার মেহেরাজ সিদ্দিক পাবেল ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, জাহেল অভি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের, মো. মিনহাজ উদ্দিন ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে জাহেল অভি বলেন, কোনো কারণ ছাড়াই শিবিরের স্টাইলে সবুজ মল্লিক ডেকে নিয়ে রড ও ছুরি দিয়ে মারধর করেন। মারধরের কারণ জানতে চাইলে আরও মারধর করা হয়।

মেহেরাজ সিদ্দিক পাবেল বলেন, আমরা তিন পাশের মেলায় ঘুরতে এসেছিলাম। তারপর নিজের কলেজে যাওয়ার সময় সবুজের নেতৃত্বে সাতজন আমাদের মারধর করেন। এই বিষয়ে চকবাজার থানায় অভিযোগ দিয়েছি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মজুমদার বলেন, ‘কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, ছাত্রলীগের একটি পক্ষ সাধারণ শিক্ষার্থীদের মেরে চকবাজারে রাজত্ব কায়েম করতে চায়। তাদের বিরুদ্ধে প্রশাসনে স্মারকলিপি দেওয়া হবে। কলেজের শিক্ষার্থীরা ঘুরবে, মুক্তমত চর্চা করবে—সেটিইতো হওয়া উচিত।

সুভাষ মল্লিক সবুজের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

news24bd.tv/হারুন