দুই ফিলিস্তিনিকে মাথায় গুলি করে হত্যা

দুই ফিলিস্তিনিকে মাথায় গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরে এক চিকিৎসকসহ দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত চিকিৎসকের নাম আব্দুল্লাহ আল-আহমাদ। (৪০)  শুক্রবার সকালে জেনিন পাবলিক হাসপাতালের সামনে ইসরায়েলি বাহিনী তার মাথায় গুলি করে।

নিহত অপর ব্যক্তির নাম মতিন (২০)।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

মতিন স্থানীয় সশস্ত্র সংগঠন ‘জেনিন ব্রিগেডের’ সদস্য ছিল বলে জানা গেছে। জেনিন ব্রিগেডও এক বিবৃতিতে মতিনকে নিজেদের কমান্ডার বলে নিশ্চিত করেছে। গত বছরই এই সংগঠন আত্মপ্রকাশ করে।

মতিনকেও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আওয়াদেহ বলেছেন, দাবায়ার মাথায় গুলি লেগেছে।

শুক্রবার সকাল ৮টায় কয়েক ডজন ইসরায়েলি সাঁজোয়া যান জেনিনে অভিযান চালায়। এসময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হলে এ নিহতের ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিকদের শেয়ার করা ভিডিওতে প্রকাশ, ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স ক্রুদের ওপর গুলি চালাচ্ছে।

news24bd.tv/তৌহিদ