সিত্রাংয়ে নিখোঁজ বাংলাদেশি জেলেদের উদ্ধার করল ভারতীয় কোস্টগার্ড

ভারতীয় কোস্টগার্ডের টুইটার থেকে।

সিত্রাংয়ে নিখোঁজ বাংলাদেশি জেলেদের উদ্ধার করল ভারতীয় কোস্টগার্ড

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে নিখোঁজ ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতের কোস্টগার্ড। ঝড়ের প্রভাবে (২৪ অক্টোবর) রাত থেকেই নিখোঁজ ছিলো তারা। বুধবার (২৬ অক্টোবর) দেশটির কোস্টগার্ডের টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংস্থাটি।

টুইটার হ্যান্ডলে ভারতের কোস্টগার্ড জানায়, জেলেদের উদ্ধারে দ্রুতগতির একটি সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালায় ভারতের কোস্টগার্ড।

এসময় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে নিখোঁজ ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করতে সমর্থ হয় তারা। দুই দেশের সমঝোতা স্মারক অনুযায়ী জেলেদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূলে আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ থেকে ৭৫ কিলোমিটার। সিত্রাং তাণ্ডবে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির শিকার উপকূলবাসী।

বিশেষ করে সমুদ্রে মাছ ধরারত বেশ কিছু ট্রলার পাড়ে ভেড়ার আগেই তাণ্ডব চালায় ঝড়টি। ঝড়ের প্রভাবে এখন পর্যন্ত বাংলাদেশে ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তীব্র বাতাস ও ঢেউয়ে বালু তোলার ড্রেজার ডুবে আট শ্রমিকের মৃত্যু হয়।

news24bd.tv/FA