লিটনকে ১০০ তে ১০০-ই দিলেন সুজন

সংগৃহীত ছবি

লিটনকে ১০০ তে ১০০-ই দিলেন সুজন

অনলাইন ডেস্ক

ঘরোয়া বা আন্তর্জাতিক-ক্রিকেটে খুব বেশি অধিনায়কত্ব করার রেকর্ড নেই লিটন দাসের। তবে ভারতের বিপক্ষে তার নেতৃত্ব গুণে মুগ্ধ সবাই। সিরিজের প্রথম দুই ম্যাচে দলকে বেশ ভালোভাবে সামলেছেন লিটন। তার নেতৃত্বে ভারতকে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ।

বোলিং পরিবর্তন থেকে শুরু করে, ফিল্ডার সেট-লিটনের সব কিছুই মনে ধরার মতো। লিটনের অধিনায়কত্বে মুগ্ধ খালেদ মাহমুদ সুজনও।

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হলেও, ভারত সিরিজে দলের সঙ্গে নেই তিনি।  আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্কুল ক্রিকেটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাহমুদ জানিয়েছেন, লিটনকে নিয়ে তার ভালো লাগার কথা, ‘লিটন দাসকে আমি খুব পছন্দ করি।

আমি মনে করি, সে খুবই বিচক্ষণ একজন ক্রিকেটার। বেশ জ্ঞানসম্পন্ন একটা ছেলে। সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। যেভাবে সে অধিনায়কত্ব করেছে, সাহসের পরিচয় দিয়েছে এবং আগ্রাসী অধিনায়কত্ব করেছে, তা দারুণ। ’

কুঁচকির চোটে তামিম ছিটকে যাওয়ার পর হুট করেই দলের দায়িত্বভার পরে লিটনের ওপর। সিরিজ শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে দায়িত্ব পাওয়ায় মানসিক প্রস্তুতি ছিল না তেমন। কিন্তু তার প্রভাব মাঠে পড়তে দেননি লিটন। সবকিছু দারুণভাবে তো সামলেছেন, সঙ্গে তিনি বিশেষভাবে নজরে এসেছেন আক্রমণাত্মক অধিনায়কত্ব দিয়ে। এই বিষয়টি আরও বেশি ভালো লেগেছে সুজনের, ‘আমি সবসময় আগ্রাসী অধিনায়কদের পছন্দ করি। যারা পরিস্থিতি বিশ্লেষণ করে এভাবে অধিনায়কত্ব করে। আমি একশতে একশ বলব লিটনের নেতৃত্ব। ’

news24bd.tv/সাব্বির