'এটা ইতিহাসের সবচেয়ে জঘন্য বিশ্বকাপ'

সংগৃহীত ছবি

'এটা ইতিহাসের সবচেয়ে জঘন্য বিশ্বকাপ'

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে জঘন্য বিশ্বকাপ হিসেবে আখ্যায়িত করলেন পর্তুগাল স্টার ক্রিস্টিয়ানো রোনালদোর বোন কাতিয়া এভেইরা। এ নিয়ে সোমবার এক ইন্সটা পোস্টে ক্ষোভ ঝাড়েন তিনি।

রোনালদোর শেষ বিশ্বকাপটা যেন সত্যিই বেদনাবিধুর। খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে বেশি আলোচিত ছিলো কোচ ফার্নান্দো সান্তোসের একরোখা সিদ্ধান্ত।

কারণ, পর্তুগিজ মহাতারকাকে শেষ দুই ম্যাচের প্রথম একাদশে খেলাননি তিনি।

বিশ্বকাপের এই আসরে শেষ আটে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। এসব কারণে এই বিশ্বকাপ ভুলে যেতে চাইবেন সিআর সেভেন। তাইতো রাগের বাকীটা সামাজিক মাধ্যমে উগরে দিলেন সিআর সেভেনের বোন কাতিয়া।

ইনস্টাগ্রামে কাতিয়া লেখেন, ‘এটা ইতিহাসের সবচেয়ে জঘন্য বিশ্বকাপ ছিল। কিন্তু আমরা ভাগ্যবান এটা দারুণ একটা ফাইনাল ম্যাচ দিয়েছে আমাদের। কি চমৎকার ম্যাচ। আর্জেন্টিনাকে অভিনন্দন। ’

একই পোস্টে কাতিয়া এমবাপ্পের ভূয়সী প্রশংসা করেন। পোস্টে তিনি এমবাপ্পের হ্যাটট্রিকের কথাও উল্লেখ করেন। এমবাপ্পেকে নিয়ে বলেন, ‘এই বাচ্চাটা অসাধারণ। দারুণ একটা ভবিষ্যৎ তোমার অপেক্ষা করছে। ’