আগামী বছর কলেজে ছুটি যতদিন

সংগৃহীত ছবি

আগামী বছর কলেজে ছুটি যতদিন

অনলাইন ডেস্ক

২০২৩ সালে সরকারি-বেসরকারি কলেজ ছাড়াও সরকারি আলিয়া মাদরাসা ও টিটি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৬ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে এই তালিকা প্রকাশিত হয়েছে।

এর আগে রোববার (২৫ ডিসেম্বর) ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়।

প্রকাশিত শিক্ষাপঞ্জিতে কলেজে মোট ছুটি রয়েছে ৭১ দিন।

এছাড়া ২০২৩ সালের ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট একাদশ শ্রেণির বার্ষিক এবং ৩০ এপ্রিল থেকে ১৫ মে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তালিকা অনুযায়ী, আগামী বছর পবিত্র রমজান ছাড়াও স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব, বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ২৬ দিন ছুটি পাচ্ছে কলেজগুলো।

news24bd.tv/আলী