বিধ্বস্ত উড়োজাহাজে জ্বলছে আগুন, কী আছে ৭২ যাত্রী ও ক্রুর ভাগ্যে?

অনলাইন ডেস্ক

নেপালের পোখরা বিমান বন্দরে ৭২ যাত্রী ও ক্রু নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যায়, উড়োজাহাজটিতে আগুন জ্বলছে। রোববার (১৫ জানুয়ারি) সকালের এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।  

ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি কাঠমান্ডু যাচ্ছিল।

এটিতে ৬৮ যাত্রী ও চার জন ক্রু ছিল।  

আরও পড়ুন... নেপালে ৭২ যাত্রী ও ক্রু নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘দুর্ঘটনার পর কেউ বেঁচে আছে কি না তা আমরা এখনও জানি না। ’

এদিকে, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ১৬ জনের লাশ উদ্ধারের খবর জানিয়েছে। আর নেদারল্যান্ডস ভিত্তিক সংবাদ সংস্থা বিএনও নিউজ জানিয়েছে, এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

 বিমানটির বিধ্বস্তের সময়ের ভিডিও দেখতে এই লিঙ্কে ক্লিক করুন 

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা নতুন নয়। দেশটিতে প্রায়ই উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে। সবশেষ ৩০ বছরে অন্তত ৩০টি উড়োজাহজ দুর্ঘটনা ঘটেছে হিমালয়ের দেশটিতে। সর্বশেষ ২০২২ সালের মে মাসে পোখরায় উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে। সেটিতে ২২ জনের মৃত্যু হয়।

 news24bd.tv/ইস্রাফিল