‘সাংবাদিকরা আছে বলেই নির্যাতিতরা বিচার পাচ্ছেন’

‘সাংবাদিকরা আছে বলেই নির্যাতিতরা বিচার পাচ্ছেন’

লক্ষ্মীপুর প্রতিনিধি : 

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেছেন, ‘সাংবাদিকরা আছে বলেই নির্যাতিত অসহায় মানুষ বিচার ও সেবা পাচ্ছেন। আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার বিকল্প নেই। ’ 

বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,‘আপনারা যে খবর প্রকাশ ও প্রচার করেন সে খবর এখন দেখার ও শোনার বিষয় নয়।

প্রকৃতপক্ষে আপনাদের পরিবেশন করা খবরই দেশের ১৮ কোটি মানুষের আস্থা অর্জন করছে বলে আমি মনে করছি। ’ 

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এ সময় স্থানীয় সংবাদকর্মীরা সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

news24bd.tv/কামরুল