মগবাজারে ময়লার ড্রামে বিস্ফোরণ, আহত ৪

আহতদের ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেওয়া হচ্ছে

মগবাজারে ময়লার ড্রামে বিস্ফোরণ, আহত ৪

অনলাইন ডেস্ক

রাজধানীর মগবাজার এলাকায় একটি ওষুধের দোকানের সামনে ময়লার ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকের এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের মধ্যে তিনজনই ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এক ঠিকাদারের অধীনস্থ শ্রমিক। তারা হলেন- সাইফুল ইসলাম (৩৬), মো. তারেক (২০), আবুল কালাম (২৫) ও মো. শাহীন (৩০)।  আহত আরেকজন হলেন পথচারী সাইদুল ইসলাম (৩৫)। তিনি অগ্রণী অ্যাপার্টমেন্ট লিমিটেড নামক ডেভেলপার কোম্পানির ইঞ্জিনিয়ার।

বাকিজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে রমনা মডেল থানার ওসি আবুল হাসান বলেন, ‘কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ’

আহত সাইদুল ইসলামের সহকর্মী সরোয়ার বলেন, ‘সাইদুল হেঁটে অফিসে আসার সময় হঠাৎ বিস্ফোরণে আহত হন। তবে তিনি একাই অফিসে আসতে পেরেছেন। যতটুকু জানতে পেরেছি ময়লা ড্রাম থেকে বিস্ফোরণে সাইদুলসহ আরও অনেকে আহত হয়েছেন। ’

শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা ওই তিন শ্রমিকের সহকর্মী মহিউদ্দিন বলেন, ‘আমরা ডিপিডিসির অধীনস্থ ঠিকাদারের শ্রমিক। রাস্তায় বালু ফেলার কাজ করছিলাম। হঠাৎ আমাদের পাশে বিকট শব্দ হয়। এতে আমাদের তিনজন আহত হয়। কীভাবে ও কোথা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে বলতে পারছি না।  তবে পাশের একটি ওষুধ দোকান থেকে ধোঁয়া উঠতে দেখেছি। বিকট শব্দে সেখানকার কিছু কাঁচ ভেঙে গেছে। ’

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মগবাজার বিস্ফোরণে আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ’

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ‘সকাল ৯টা ৫০ মিনিটে মগবাজার ওয়ারলেস মোড়ে একটি বিস্ফোরণের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আমাদের টিমের তথ্য অনুযায়ী, সেখানে একটি ময়লার ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ’

news24bd.tv/মামুন