পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে: ফখরুল

ফাইল ছবি

পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

এখনকার পাঠ্যপুস্তকের মধ্য দিয়েই সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব পাঠ্যপুস্তক বাতিল করতে হবে বলে দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি -ডিআরইউ'তে ইউট্যাবের এক আলোচনা সভায় এসব বলেন তিনি। ফখরুল বলেন, এই সরকারের বিরুদ্ধে নিজেদেরকেই এখন প্রতিবাদ করতে হবে, উঠে দাঁড়াতে হবে।

নিজেরা না দাঁড়ালে বাইরে থেকে এসে স্যাংশন দিয়ে কেউ আমাদের উদ্ধার করবে না।

বিএনপি মহাসচিব বলেন, এই প্রতিবাদ শুধু বিএনপির নয়। এটা সবার প্রতিবাদ। গণতন্ত্র না থাকলে এসব কিছুই থাকবে না।

 এসময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।  গতকালের উপনির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট কাস্টিং হয়নি। সরকার গণতন্ত্র কাঠামো ও নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে। ফলে ভোটাররা ভোগবিমুখ হয়ে পড়েছে।

অভিযোগ করে ফখরুল বলেন, দুর্নীতির মাধ্যমে সবকিছুর দাম বাড়ানো হচ্ছে। চুরি করায় বারবার বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। লাগামহীনভাবে সরকার দুর্নীতি করে চলছে। তিনি বলেন, শুধু জাপান নয়, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশকে চিঠি দিয়েছে  বিএনপি। সরকার দেশের মানবাধিকার পরিস্থিতি প্রতিনিয়ত মিথ্যা তথ্য দিচ্ছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক