চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী 'বার্ড' আনছে গুগল

সংগৃহীত ছবি

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী 'বার্ড' আনছে গুগল

অনলাইন ডেস্ক

ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র অভাবনীয় জনপ্রিয়তার পর এবার এর প্রতিদ্বন্দ্বী চ্যাটবট আনছে টেজ জায়ান্ট গুগল। গুগলের এই চ্যটবটটির নাম দেওয়া হয়েছে বার্ড। সোমবার গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছেন, এখন চ্যাটবটটি পরীক্ষার জন্য একদল পরীক্ষকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এবং খুব শিগগিরই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

 

এর আগে গত বছর সুন্দর পিচাই গুগলের নিজস্ব চ্যাটবট আনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ২০২২ সালের প্রথম দিক থেকেই গুগল তার এআই চ্যাটবট তৈরি করছে এবং এ নিয়ে গুগলের ‘বড় পরিকল্পনা’ রয়েছে।

গুগলের বিদ্যমান বৃহত্তম ভাষা মডেল ল্যামডাতে তৈরি করা হয়েছে চ্যাটবটটি। বার্ডের বিষয়ে একজন প্রকৌশলী তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এটার যোগাযোগ প্রক্রিয়া এতটাই মানুষের মতো যে, তিনি মনে করেছিলেন এটা মানুষের মতো সংবেদনশীলও।

টেক জায়ান্ট গুগল তার বর্তমান সার্চ ইঞ্জিনের জন্য নতুন এআই টুলস ঘোষণা করেছে।

news24bd/আজিজ