ছুটির দিনে ক্রেতা সমাগমে মুখর বাজুস মেলা প্রাঙ্গন

অনলাইন ডেস্ক

দেশের জুয়েলারি শিল্পীদের হাতে গড়া অলংকার নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে বাজুস ফেয়ার ২০২৩। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলা মেলায় আজ সাপ্তাহিক ছুটির দিনে গহনাপ্রেমী এবং দর্শনার্থীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আইসিসিবির নবরাত্রি হলে আয়োজিত মেলায় সরেজমিনে দেখা যায় এমন চিত্র।

মেলায় স্বনামধন্য বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠান ক্রেতাদের আকৃষ্ট করতে তাদের বিভিন্ন গহনায় ছাড় দিয়েছে।

মেলায় ডায়মন্ডের সব ধরনের জুয়েলারিতে ৩২ শতাংশ ছাড় দিয়েছে আপন জুয়েলার্স।

বাংলাদেশে জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন দ্বিতীয় বাজুস ফেয়ার চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা।

তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না।

এর আগে গতকাল বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে এর উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই মেলায় স্বর্ণের অলংকারের ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টল আছে। সেগুলোতে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।