আগুনে পুড়ল কড়াইল বস্তির অর্ধশতাধিক ঘর

আগুনে পুড়ল কড়াইল বস্তির অর্ধশতাধিক ঘর

অনলাইন ডেস্ক

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুনে ৫০ থেকে ৬০টি কাঁচাঘর পুড়ে ছাই হয়ে গেছে। সাংবাদিকদের এই তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, কড়াইল বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে চুলা থেকে। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

বস্তিটিতে কয়েকশ ঘরবাড়ি আছে। ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনও বলা যাচ্ছে না।

এর আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজধানীর অভিজাত এলাকা বনানীর পাশে কড়াইলে এই বস্তিতে সমাজের নিম্নবিত্তরা বাস করেন। এই বস্তিতে আগেও বেশ কয়েক বার আগুন লাগার ঘটনা ঘটে। প্রতিবারেই বস্তিবাসী আগুনে সর্বস্ব হারায়।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক