৬ বছর পর ট্রফির মুখ দেখলো ইউনাইটেড

সংগৃহীত ছবি

৬ বছর পর ট্রফির মুখ দেখলো ইউনাইটেড

অনলাইন ডেস্ক

দীর্ঘ ৬ বছর পর কোনো ট্রফির মুখ দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার কারাবাও কাপের ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো ইংলিশ লিগ কাপের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টারের ক্লাবটি।

জোসে মরিনিয়োর অধীনে ২০১৭ সালে ইউরোপা লিগের ফাইনালে আয়াক্সকে ২-০ গোলে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতেছিল ইংলিশ লিগের সফলতম ক্লাবটি। এরপরেই শিরোপা খরায় ভোগা শুরু ইউনাইটেডের।

তবে ওই আয়াক্সের কোচ এরিক টেন হাগ এসেই শিরোপা উপহার দিলেন রেড ডেভিলসদের।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছড়ি ঘোরাতে শুরু করে এডি হাওয়ের নিউক্যাসল। বল দখলে ম্যাগপাইরা ছিল বেশ এগিয়ে। তবে ৩৩তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড।

ফ্রি কিকে লুক শর ক্রস থেকে দারুণ এক হেডে ইউনাইটেডকে এগিয়ে নেন কাসেমিরো।

প্রথমার্ধ শেষ না হতেই দ্বিতীয় গোলও আদায় করে নেয় টেন হাগের শিষ্যরা। দুর্দান্ত ফর্মে থাকা মার্কাস রাশফোর্ড ৩৮তম মিনিটে খুঁজে নেন জালের ঠিকানা। তবে বলটি জালে পৌঁছানোর আগে সভেন বোটমানের পায়ে লাগে বলে গোলটিকে আত্মঘাতী গোল ধরা হয়।

দুই গোলে এগিয়ে থাকা ইউনাইটেড দ্বিতীয়ার্ধে খেলেছে বেশ দেখেশুনে। হজম করেনি কোনো গোল। ফলাফল, ৬ বছরের শিরোপা খরা ঘুচে দলটির।

news24bd.tv/সাব্বির