এ মাসেই সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে যুক্তফ্রন্ট

যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

এ মাসেই সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে যুক্তফ্রন্ট

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চলতি মাসের তৃতীয় সপ্তাহে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তফ্রন্ট। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে গুলশানে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের বাসায় যুক্তফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বি. চৌধুরী।

বি. চৌধুরী বলেন, যুক্তফ্রন্ট এ মাসের তৃতীয় সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। বিএনপির সঙ্গে ঐক্যের বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য যুক্তফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্নাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাবেক এ রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমরা যুক্তফ্রন্টের নেতারা বসেছিলাম। মিটিং এ আমাদের জোটের কার্যক্রম আরও বৃদ্ধি করার বিষয়ে আলোচনা হয়েছে। ’

এর আগে রাত ৮টা থেকে যুক্তফ্রন্টের বৈঠক শুরু হয়ে রাত পৌনে এগারোটার দিকে শেষ হয় বলে জানান বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।

বি চৌধুরী যুক্তফ্রন্টের গত ৩০ সেপ্টেম্বর ময়মনসিংহে সমাবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সেখানে সমাবেশ করতে সরকার অনুমতি দেয়নি।

আমরা এর প্রতিবাদ করেছি। আবারও প্রতিবাদ করছি। ’

তিনি আরও জানান, ‘আগামী ৫ অক্টোবর সিলেটে যুক্তফ্রন্টের সমাবেশ করার কথা আছে। এখনও প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি। তবে আশা করছি অনুমতি পাব। ’

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের গুলশানের বাসায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন- যুক্তফ্রন্টের চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অদ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর