ইতিহাস গড়ার ম্যাচে পর্তুগালকে জেতালেন রোনালদো

সংগৃহীত ছবি

ইতিহাস গড়ার ম্যাচে পর্তুগালকে জেতালেন রোনালদো

অনলাইন ডেস্ক

ইউরোর বাছাইপর্বে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামতেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বরেকর্ড গড়েন ২০০তম ম্যাচে মাঠে নামার। যে কারণে ম্যাচের আগে তার হাতে তুলে দেওয়া হয় ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ এর স্মারক। দলকে দারুণ এক গোলে জিতিয়ে এমন দিনটি স্মরণীয় করেই রাখলেন রোনালদো।

গতকাল রাতে রোনালদোর করা একমাত্র গোলেই আইসল্যান্ডকে হারিয়ে বাছাইপর্বে অপরাজিত রইলো পর্তুগাল।  

গত মার্চে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নেন রোনালদো। লিখটেনস্টাইনের বিপক্ষে খেলতে নেমে কুয়েতের বদর আল-মুতায়ার ১৯৬ ম্যাচের রেকর্ড ভেঙে দেন তিনি।

রিকজাভিকে দুর্বল আইসল্যান্ডের গোল পেতে বেশ বেগই পেয়ে হয় রবার্তো মার্টিনেজের শিষ্যদের।

বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে থাকলেও দলটি কিছুতেই পাচ্ছিল না গোলের দেখা। তবে ৮০ মিনিটে আইসল্যান্ড মিডফিল্ডার উইলুম থর উইলুমসন দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে বাড়তি সুবিধা পায় সেলেকাওরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮৯ মিনিটে কাছ থেকেই জালে বল জড়ান রোনালদো। পর্তুগালের জার্সি গায়ে এটা তার ১২৩তম গোল।

একদম শেষ মুহূর্তের গোলে পাওয়া জয়ে ১২ পয়েন্ট নিয়ে ইউরো বাছাইপর্বের 'জে' গ্রুপের শীর্ষস্থান দখল করেছেন পর্তুগাল। দুইয়ে থাকা স্লোভাকিয়ার চেয়ে ২ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা।

ইউরো বাছাইপর্বে একই রাতে জয় পেয়েছে বেলজিয়ামও। রোমেলু লুকাকুর জোড়া গোলে এস্তোনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। রেড ডেভিলসদের পক্ষে অপর গোলটি করেছেন ইয়োহান বাকোইকো। জোড়া গোলে দলকে জিতিয়েছেন আর্লিং হালান্ডও। তার কল্যাণে সাইপ্রাসকে ৩-১ গোলে হারিয়েছে নরওয়ে।

news24bd.tv/SHS