‘পশুরহাটে বর্জ্য থাকলে ইজারাদারের জামানত বাজেয়াপ্ত’

‘পশুরহাটে বর্জ্য থাকলে ইজারাদারের জামানত বাজেয়াপ্ত’

নিজস্ব প্রতিবেদক

সমন্বিত উদ্যোগে নির্ধারিত সময়ের পূর্বেই শতভাগ কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

আজ শনিবার দুপুরে কোরবানি পশুর বর্জ্য অপসারণে সামগ্রিক কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। কোনো কোনো হাটে এখনও বর্জ্য রয়েছে এমন প্রশ্নে হাটগুলোর ইজারাদারদের দুশলেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী।

তিনি বলেন, কোনো পশুরহাটে এখনো কোনো বর্জ্য থাকলে সংশ্লিষ্ট ইজারাদারদের জামানত বাজেয়াপ্তসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

বলেন, তিন দিনে ১৭ হাজার ২৪৭.৬৩ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে দক্ষিণ সিটি। তবে তাদের দাবি মাঠ পর্যায়ে কোনো রকম কোরবানির পশুর বর্জ্য নেই। যতটুকু দেরি হয়েছে তা বৃষ্টির কারণে।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক