জরুরি সেবায় ফোন করে বাবা বললেন, ‘ছেলেরে ধইরে নিয়ে যান’

সংগৃহীত ছবি

জরুরি সেবায় ফোন করে বাবা বললেন, ‘ছেলেরে ধইরে নিয়ে যান’

অনলাইন ডেস্ক

মাদকাসক্ত ছেলে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে মা–বাবাকে মারধর করেন—জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ এমন অভিযোগ পেয়ে পুলিশ ছেলেকে আটক করে। জামালপুরের সরিষাবাড়ীর বলারদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। পরে বাবা মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। বাবা জুলহাস উদ্দিন ছেলে ফরহাদ মিয়াকে আজ শনিবার দুপুরে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও ফরহাদ মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে মাদকাসক্ত ফরহাদ মাদক সেবনের জন্য বাবা জুলহাস উদ্দিন ও মা জাহানারা বেগমের কাছে টাকা চান। টাকা না থাকায় মা–বাবা টাকা দিতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে ফরহাদ তার মাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। এ সময় তার বাবা ৯৯৯-এ কল করে বলেন, ‘নেশার টাকা না পেয়ে ছেলে আমগোরে মারধর করতাছে, আপনারা ছেলেরে ধইরে নিয়ে যান।

’ সেখান থেকে বিষয়টি সরিষাবাড়ী থানার পুলিশকে জানানো হয়।  

পুলিশ বলারদিয়ার গ্রামে গেলে বাবা জুলহাস উদ্দিন ছেলেকে পুলিশে সোপর্দ করেন। সরিষাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক মাসুদ করিম খান বলেন, বাবা জুলহাস উদ্দিন আজ দুপুরে বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় ছেলেকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

News24bd.tv/aa