নাটক আর ভালো লাগে না: পাপন

সংগৃহীত ছবি

নাটক আর ভালো লাগে না: পাপন

অনলাইন ডেস্ক

হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে চারদিকে শোরগোল ফেলে দিয়েছেন তামিম ইকবাল। তার অধিনায়কত্বে আসন্ন ভারত বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু বিশ্বকাপ শুরুর মাত্র মাস তিনেক আগে কোনো কারণ না দেখিয়েই ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি।

তামিমের এমন ঘোষণায় বিস্মিত সবাই।

ক্রিকেট বোর্ড তো অবাক আরও বেশি। কেননা তাদের বিশ্বকাপ পরিকল্পনা ছিল তামিম কেন্দ্রিক। চট্টগ্রামে তাই তামিমের এমন ঘোষণার পর রাতেই একটি পাঁচতারকা হোটেলে বৈঠকে বসে বিসিবির কর্তা-ব্যক্তিরা। সেখানে আলোচনা হয় এই ইস্যু নিয়ে।

অধিনায়কের এমন ঘোষণায় বোর্ড তো বিস্মিত। তবে সবচেয়ে বেশি বিস্মিত হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অনেকটা ক্ষুদ্ধ তিনি। তার এই ক্ষোভ আরও বাড়ছে, একের পর সিনিয়র ক্রিকেটার বোর্ডের সঙ্গে আলোচনা না করেই অবসর ঘোষণা দেওয়ায়। দেশের একটি শীর্ষ দৈনিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে নিজের বিরক্তির কথা এভাবে প্রকাশ করেছেন পাপন, ‘যা শুরু হয়েছে না, নাটক, আর ভালো লাগে না। অতিষ্ঠ হয়ে গেলাম। ’  

মাহমুদউল্লাহ রিয়াদ বিসিবির সঙ্গে আলোচনা না করেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। মুশফিকুর রহিমও হেঁটেছিলেন একই পথে, কারও সঙ্গে আলোচনা না করেই টি২০ ক্রিকেটকে বিদায় বলেন তিনি। তবে তামিম ছাপিয়ে গেলেন সবাইকে। আগেই টি২০ ছাড়া এ ওপেনার মাত্র ৩৪ বছর বয়সেই অন্য দুই ফরম্যাট ছাড়লেন।       

পাপন সে প্রসঙ্গ টেনেই আফগানিস্তান সিরিজের মাঝপথে তামিমের অবসর ঘোষণা নিয়ে বলেন, ‘একটা সিরিজ চলছে, ওর যদি এ রকম কোনো প্ল্যান থাকে, আলাপ করতে অসুবিধা কোথায়? আমার সঙ্গে তো রোজই কথা হয়। কাউকে না জানিয়ে এ রকম করব, এই মানসিকতা থেকে ওরা বের হবে কবে? মানে এটা করে ওদের কী লাভ হয়, আমি বুঝি না। আমার মাথায়ই ঢোকে না। ’ 

তামিম অবসর নেওয়ায় নতুন ওয়ানডে অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে। যদিও আপাতত বোর্ড সভাপতির এই ব্যাপারে কিছুই বলতে পারছেন না, ‘জানি না (কে হবে নতুন অধিনায়ক)। বসে ঠিক করতে হবে। আমার মাথাতেই ঢুকছে না। ’

news24bd.tv/SHS