সেপ্টেম্বরেই সৌদির ৪২ সেনা নিহত

ইয়েমেনি যোদ্ধারা।

সেপ্টেম্বরেই সৌদির ৪২ সেনা নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় সেপ্টেম্বরে সৌদি আরবের অন্তত ৪২ সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম সীমান্তে এসব সেনা নিহত হয়।

সৌদি আরবের সামাজিক যোগাযোগ কর্মীদের বরাত দিয়ে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে।

খবরে প্রচার করা হয়, জিজান, নাজরান ও আসির প্রদেশে সেপ্টেম্বর মাসে সৌদি আরবের ৪২ জন সেনা নিহত হয়েছে।

এছাড়া, ইয়েমেনিদের হামলায় আহত হয়েছে ২৪ সেনা। তবে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ বলেছে, ইয়েমেনের যোদ্ধা ও সেনাদের হাতে মাত্র ৩২ সেনা নিহত হয়েছে।

সৌদি সেনা নিহতের সর্বশেষ এ সংখ্যা প্রকাশের পর চলতি বছরের নয় মাসে মোট সৌদি সেনা নিহতের সংখ্যা দাঁড়ালো ৪৬৭ জনে। এছাড়া, আহত হয়েছে ২৯৩ জন সৌদি সেনা।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও তার কয়েকটি আঞ্চলিক অনুগত দেশ দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। আগ্রাসনে এ পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। পাশাপাশি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইয়েমেন। তবে সৌদি আগ্রাসনের বিষয়ে হাতে গোণা দু একটি দেশ বাদে বিশ্বের প্রায় সব দেশ নিরব রয়েছে।

আরও পড়ুন: সৌদিকে রুখে দিল ইয়েমেনি যোদ্ধারা

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর