লালমনিরহাটে দ্বিতীয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে দ্বিতীয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে দ্বিতীয় স্ত্রী সবুজা বেগমকে নির্যাতন ও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার দায়ে স্বামী মো. নুর আলমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়।

রোববার (৯ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

একই মামলায় আরও চারজনকে খালাস দিয়েছেন আদালত।

খালাসপ্রাপ্তরা হলেন- সাজাপ্রাপ্ত আসামি নুর আলমের প্রথম স্ত্রী রোপিতা বেগম, শ্যালক মিন্টু ওরফে মিঠু, মো. বেলাল ওরফে বেল্লাল, শাশুড়ি মোছা. বেগম।

দণ্ড পাওয়া হাজতি আসামি মো. নুর আলম লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার চর সিন্দুর্না এলাকার মৃত একাব্বর আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আকমল হোসেন বলেন, হত্যাকাণ্ডের প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত অভিযুক্তকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুনা ইউনিয়নে চর সিন্দুনা গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।  

news24bd.tv/কামরুল