এ দেশে খুনের রাজনীতির মূলহোতা বিএনপি: ওবায়দুল কাদের 

সংগৃহীত ছবি

এ দেশে খুনের রাজনীতির মূলহোতা বিএনপি: ওবায়দুল কাদের 

অনলাইন ডেস্ক

স্বাধীনতাবিরোধী শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এ দেশে হত্যা-খুনের রাজনীতির মূলহোতা বিএনপি।  আবারও তারা দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে। ’

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তিনি সেখানে ফুল দেন।  

ওবায়দুল কাদের বলেন, ‘পঁচাত্তর থেকে যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি এ দেশে শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় ১৫ আগস্ট, ৩ নভেম্বর বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতা হত্যাকাণ্ড, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রনেড হামলা যার প্রধান টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইভি রহমানসহ ২৩ জনের জীবন চলে গেল। এই সমুদয় ইতিহাসের পেছনে একটা দল বিএনপি।

এই দলটি বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের হোতা। ’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নিরাপদ রাখতে এবং গণতন্ত্রকে বাঁচাতে বিএনপি নামক অপশক্তিকে প্রতিহত করতে হবে। ’ 

তিনি বলেন, ‘বাঙালির শ্রেষ্ঠ অর্জন দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর সব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদানকারী ছিলেন ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তাঁর প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়ে ছিলেন। ’

প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদনের পরে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গমাতার কবরে দ্বিতীয়বার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ওবায়দুল কাদের।

news24bd.tv/আইএএম