জালে আটকা বিষধর খৈয়া কোবরা সাপ, পরে সুন্দরবনে অবমুক্ত

জালে আটকা বিষধর খৈয়া কোবরা সাপ, পরে সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি:

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্ধার করা ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর খৈয়া কোবরা সাপটি অবশেষে সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে।  

বৃহস্পতিবার সকালে খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি চিংড়ি ঘেরে পানি সরানোর সময় জালে আটকা পড়ে একটি বিষধর খৈয়া কোবরা সাপ। খরব পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা ওই চিংড়ি ঘেরের জালে আটকে পড়া প্রায় ৬ ফুট লম্বা বিষধর সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করে। এই খৈয়া কোবরা সাপটির বৈজ্ঞানিক নাম ‘নাজা নাজা’।

বিষধর হওয়ায় মানুষকে কামড় দিলে সঙ্গে সঙ্গে মারা যাবার ঝুঁকি থাকায় আজ সকালে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বলেন, সারাদেশে ১০৫ প্রজাতির সাপ রয়েছে। এরমধ্যে ২৬ প্রজাতির সাপের বসবাস সুন্দরবনে।  

বৃহস্পতিবার সকালে খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি চিংড়ি ঘেরের জালে আটকে পড়া খৈয়া কোবরা সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

 

news24bd.tv/কামরুল