কারিগরি ত্রুটির কারণে দুবাইয়ে আটকা বিমান, যাত্রীদের দুর্ভোগ  

সংগৃহীত ছবি

কারিগরি ত্রুটির কারণে দুবাইয়ে আটকা বিমান, যাত্রীদের দুর্ভোগ  

অনলাইন ডেস্ক

কারিগরি ত্রুটির কারণে দুবাই বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আটকা পড়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১২টা ৫ মিনিটে বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ দুবাই বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে সেই ফ্লাইট আজ রোববার স্থানীয় সময় রাত আড়াইটায় ছাড়ার কথা।

ঘটনার সত্যতা স্বীকার করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, যাত্রীরা উড়োজাহাজে ওঠার পর যান্ত্রিক সমস্যা দেখা দেয়।

তিনি বলেন, ‘দুবাইয়ের প্রকৌশলীরা প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। প্রয়োজনীয় যন্ত্রাংশ এরই মধ্যে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। ’

এদিকে জানা গেছে, সেই ফ্লাইটের কিছু যাত্রীকে অন্য ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিছু যাত্রী আবার টিকিট পাল্টে অন্য ফ্লাইটে আসবে।

মেরামতের পর হালনাগাদ সময়সূচি অনুযায়ী তাদের ঢাকায় ফিরিয়ে আনা হবে।

এর আগে তাহেরা খন্দকার বলেছিলেন, বিমানের ফ্লাইট বিজি-৩৪৮-এর ২৬৮ জন যাত্রী দুবাই বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছে। তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।