এইচএসসি'র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো কানাডিয়ান ইউনিভার্সিটি

এইচএসসি'র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো কানাডিয়ান ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে ২০২৩ সালের এইচএসসি ও সমমনা পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সারাফাত।

অতিথি হিসেবে অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন স্বনামধন্য কলেজের অধ্যক্ষ ও ২০২৩ সালে এইচএসসি পাসকৃত কৃতি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের 'ড. চৌধুরী নাফিজ সারাফাত মেরিট অ্যাওয়ার্ড' প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর গিয়াস উ আহসান। সেইসাথে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. জিয়াউল হক মামুন, সিনিয়র উপদেষ্টা প্রফেসর ড. রিদওয়ানুল হক, ট্রেজারার অধ্যাপক এ এস এম সিরাজুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এস এম জি ফারুক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

শিক্ষার্থীদের উদ্দেশে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড চৌধুরী নাফিজ সরাফাত বলেন, 'আপনারা আমাদের দেশের নতুন দিগন্তের আলোচ্ছটা। আপনাদের ইচ্ছাশক্তি এবং মেধা দিয়ে আপনারা অসম্ভবকে সম্ভব করতে পারেন।

নিজের উপর আস্থা ও পরিশ্রমের মাধ্যমেই কেবল তা করা সম্ভব। '

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনুদ্দিন মোনেম, ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মোনেম গ্রুপ এবং ডা. ফারহানা মোনেম, ডিরেক্টর আব্দুল মুনেম গ্রুপ। মাইনুদ্দিন মোনেম তার বক্তৃতায় বলেন, 'দেশ এবং জাতির উন্নতির চরম শিখরে পৌঁছাতে মেধাবী ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসতে হবে। আমাদের জাতীয় নেত্রী শেখ হাসিনা যেভাবে তার নিঃস্বার্থক নেতৃত্ব দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক একইভাবে আমাদের মেধাবী ছাত্র-ছাত্রীদের নিঃস্বার্থভাবে জাতির উন্নতিতে অবদান রাখতে হবে। ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সেই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। '

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য শীতকালীন পিঠা উৎসবেরও আয়োজন করা হয়।

news24bd.tv/FA