এইচএসসির ফরম পূরণ শুরুর তারিখ জানালো শিক্ষা বোর্ড

এইচএসসির ফরম পূরণ শুরুর তারিখ জানালো শিক্ষা বোর্ড

অনলাইন ডেস্ক

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরুর তারিখ ও পরীক্ষার সম্ভাব্য তারিখ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। জানা গেছে, আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে ফরম পূরণ। জরিমানা ছাড়া ফরম পূরণ চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিলম্ব ফিসহ ২৯ এপ্রিল শুরু হয়ে চলবে ২ মে পর্যন্ত। আর পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৩০ জুন।

বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য দুই হাজার ছয়শ ৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় দুই হাজার একশ ২০ টাকা করে ফরম পূরণ ফি নেওয়া হবে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক