বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু দোলনের

সংগৃহীত ছবি

ফরিদপুর-১ আসনে

বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু দোলনের

অনলাইন ডেস্ক

বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেছেন ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন। সোমবার সকালে ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঈগল প্রতীক বরাদ্দ পান দোলন।  

বিকালে আলফাডাঙ্গার কামারগ্রামে বাবা ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন তিনি। পরে তার বাসভবনের সামনে সমবেত হাজার-হাজার কর্মী-সমর্থকের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন দোলন।

এর আগে দোলন ঈগল প্রতীক বরাদ্দ পাওয়ার পর আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর বিভিন্ন জায়গা থেকে সর্বস্তরের মানুষের ভিড় বাড়তে থাকে কামারগ্রামে তার বাড়ির দিকে। দুপুরের দিকেই তা ছাড়িয়ে যায় কয়েক হাজারে। বিকালের দিকে মিছিলের পর মিছিলে তৈরি হয় গণজোয়ার।  

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার প্রচার চালাতে পারবেন ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

আগামী ৭ জানুয়ারি ভোটের দিন রেখে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

news24bd.tv/কেআই