বিএনপি পাকিস্তানে গিয়ে নির্বাচন করুক : শেখ পরশ

শেখ ফজলে শামস্ পরশ

বিএনপি পাকিস্তানে গিয়ে নির্বাচন করুক : শেখ পরশ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ‌'সবারই নির্বাচন করার অধিকার থাকলেও বিএনপির ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। ' 

‌'যুদ্ধাপরাধীদের দোসরদের বাংলাদেশে নির্বাচন করার অধিকার নাই। যারা বাংলাদেশের অস্তিত্বকেই বিশ্বাস করে না তাদের কী দরকার বাংলাদেশে নির্বাচন করা। তারা পাকিস্তানে গিয়ে নির্বাচন করুক।

বিএনপির মতো দেশবিরোধী সংগঠনকে আমরা এ দেশে নিষিদ্ধ করে পাকিস্তানে বিতারিত করতে চাই। ' 

আজ সোমবার ঢাকায় নির্বাচনি প্রচারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আরও পড়ুন: মাশরাফিকে জরিমানা 

ঢাকা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের পক্ষে বিকাল ৩টায় জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে নির্বাচনি সভায় তিনি বক্তব্য দেন। একই দিনে ঢাকা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারুনর রশিদ মুন্নার পক্ষে নির্বাচনি সভায়ও তিনি বক্তৃতা করেন।

শেখ পরশ বলেন, 'বিএনপি নির্বাচনে আসে নাই তাদের নিজেদের কারণে। দুটি কারণ- প্রথমত তাদের নিজস্ব দুর্বলতা। দলের মধ্যে দ্বন্দ্ব। নেতৃত্ব কে দিবে? দ্বিতীয়ত; তারা ভোটে যেতে সাহস পায় না। কারণ, তারা যে অগ্নিসন্ত্রাস করেছে, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে এখনো মারছে। এ কারণে তাদের নির্বাচনে আসার কোনো আগ্রহ নাই এবং এ দেশের জনগণ তাদের বর্জন করেছে। তারা তা ভালোই বুঝতে পারছে। গণমানুষের সম্পদ, গণপরিবহন পুড়িয়ে জনগণের সমর্থন পাওয়া যায় না। ' 

যুবলীগের চেয়ারম্যান বলেন, 'আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ : শিক্ষা-দীক্ষা এবং প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়া বাংলাদেশকে ধরে রাখতে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের জনগণ ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে বিশ্বাস করি। '

আরও পড়ুন: আওয়ামী লীগের প্রার্থীরা হয়রানি করছে বলে অভিযোগ জাতীয় পার্টির

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, আবু মনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, পরিবেশবিষয়ক সম্পাদক মো. হারিছ মিয়া শেখ সাগর, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকতসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

news24bd.tv/কেআই