বাহারকে ১ লক্ষ ও শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বাঁয়ে) ও আ ক ম বাহাউদ্দিন বাহার (ডানে)।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

বাহারকে ১ লক্ষ ও শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার দুই প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লক্ষ টাকা ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে শুনানি শেষে এসব জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, সাংবাদিকদের গালাগাল করাসহ হুমকিস্বরূপ বক্তব্য দেয়ার অভিযোগে কুমিল্লা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরগুনা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যা আগামী ৩ দিনের মধ্যে নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়ে কমিশনকে জানানোর আদেশ দেয়া হয়েছে।

এর আগে শুনানি শেষে সাংবাদিকদের বাহাউদ্দিন বাহার জানান, সাংবাদিকদের গালাগালের অভিযোগ ভিত্তিহীন। আর হাত পা ভেঙে দেয়ার বক্তব্য নাশকতাকারীদের বলা হয়েছে, যা রাজনৈতিক বক্তব্য। এতে আচরণবিধি ভঙ্গ হলে এমন বক্তব্য থেকে বিরত থাকবো।

তবে শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেননি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

news24bd.tv/FA