নাটোর-৩: প্রার্থীদের চেনেন না ভোটাররা

সংগৃহীত ছবি

নাটোর-৩: প্রার্থীদের চেনেন না ভোটাররা

নাটোর প্রতিনিধি

সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-৩ আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। তবে প্রচারের মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আইসিটি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক, ঈগল প্রতীকের সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিককে দেখা যাচ্ছে। এছাড়া অন্য প্রার্থীদের প্রচারণা সেভাবে জমে ওঠেনি।

কয়েকজন প্রার্থীকে তো চেনেই না ভোটাররা। এমনকি সিংড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অনেকেও তাদের চেনেন না।

দ্বাদশ জাতীয় নির্বাচনে নাটোর-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক (ঈগল), জাতীয় পার্টির মো. আনিছুর রহমান (লাঙল), তৃণমূল বিএনপির মো. আবুল কালাম আজাদ (সোনালী আঁশ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. মিজানুর রহমান মিজান (হাতুড়ি), বাংলাদেশ তরীকত ফেডারেশনের মো. আলতাফ হোসেন (ফুলের মালা), বিকল্পধারা বাংলাদেশের সাংবাদিক মো. আনোয়ার হোসেন আলীরাজ (কুলা), বাংলাদেশ কংগ্রেসের মো. আমিরুল ইসলাম (ডাব) ও স্বতন্ত্র মো. আব্দুল্লাহ আল মামুন (ট্রাক)।

এ উপজেলার আসনে মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন।

এদের মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৩৬৪ জন এবং পুরুষ ভোটার এক লাখ ৫৫ হাজার ৪৩০ জন।

খোঁজ নিয়ে জানা গেছে, এবারের নির্বাচনে তিনবারের এমপি জুনাইদ আহমেদ পলক ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিকের নির্বাচনী প্রচারণা জমা উঠেছে। এছাড়া ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান নিজ দলের কর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তবে অন্য প্রার্থীদের প্রচারণা তেমন দেখা যায়নি। অনেক ভোটার চেনেন না তাদের। কারও কারও নির্বাচনী অফিসও নেই।

সিংড়া পৌরসভার মো. ফরিদ উদ্দিন নামের একজন ভোটার বলেন, আমাদের এ এলাকার ভোটাররা জুনাইদ আহমেদ পলক, শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান, আবুল কালাম আজাদ ও আলীরাজকে চেনে। শুনছি আরও চারজন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছে। আমরা তাদের কখনো দেখিনি। তাদের চিনিও না।

শাহজাহান আলী নামের আরেকজন ভোটার বলেন, এমন কয়েকজন ভোটে দাঁড়িয়েছে তাদের নাম শুনে আঁতকে উঠেছি। কোনোদিন তাদেরকে দেখিনি, এমনকি তাদের কোনো পোস্টারও দেখছি না।

সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব বলেন, এবারের নির্বাচনে নাটোর-৩ আসনে মোট ৯ জন প্রার্থী রয়েছে। এর মধ্যে অনেক প্রার্থীকে আমরা চিনি না, কখনো নাম পর্যন্ত শুনিনি। এমতাবস্থায় নির্বাচনী সংবাদ প্রচারের সময় বিভ্রান্তি লাগছে।

কুলা প্রতীকের প্রার্থী সাংবাদিক মো. আনোয়ার হোসেন আলীরাজ বলেন, আমাকে সিংড়া উপজেলার ভোটাররা চেনে ও জানে। আমি ২৮ বছর ধরে সাংবাদিকতা করছি। এ সুবাদে উপজেলার মানুষের সাথে আমার পরিচয় রয়েছে। এছাড়া দলীয় নেতাকর্মীদের নিয়ে নিয়মিত নির্বাচনী গণসংযোগ করছি।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক