নির্বাচনের দিন রাজধানীতে বিক্ষোভের  ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ

প্রেসক্লাবের সামনে কর্মসূচি ঘোষণা করছেন জোনায়েদ সাকি

নির্বাচনের দিন রাজধানীতে বিক্ষোভের  ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন রোববার (৭ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মন্ত্র।

শনিবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এ কর্মসূচি ঘোষণা করেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুনে চার জন নিহত হয়েছেন। আমরা আগেই বলেছি এরকম নানা-রকম নাশকতার ঘটনা ঘটবে।

এই নাশকতাগুলো কারা ঘটাচ্ছে সেগুলো খুঁজে বের করতে হবে। একই দিন এক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, যাতে এই নির্বাচন নিরাপদ ও ন্যায্য বাধা-বিরোধীতা ছাড়া তারা করতে পারে সেজন্য বিরোধীদের ২৭ হাজার নেতাকর্মীকে আটক করেছে। এই তামাশায় ২ হাজার কোটি টাকাও খরচ করা হচ্ছে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমম্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।
 

news24bd.tv/ডিডি