ঝালকাঠিতে ভোট দেননি আমু, দিয়েছেন মেয়ে

ঝালকাঠিতে ভোট দেননি আমু, দিয়েছেন মেয়ে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের হেবিওয়েট প্রার্থী আমির হোসেন আমু ঝালকাঠির প্রার্থী হলেও তিনি তার নির্বাচনী এলাকায় ভোট দেননি। ঢাকার ভোটার হওয়ায় ঝালকাঠি তার নির্বাচনী এলাকা হওয়া সত্বেও তিনি কখনই নিজের ভোট দেননি বলে জানা গেছে।

তবে তার মেয়ে ব্যারিস্টার সুমাইয়া হোসেন ঝালকাঠির সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে রয়েছে ৯০টি।

এ আসনে বিএনপি থেকে সম্প্রতি আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন শাহজাহান ওমর। আলোচিত এ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী রয়েছেন আরও ৭ জন। ঝালকাঠি-১ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৮ জন এবং ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমু ও জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন এবং এনপিপির আম প্রতীকের প্রার্থী ফোরকান হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৮ জন।
আর সদর উপজলো ও নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে কেন্দ্র রয়েছে ১৩৭ট। ি এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন । এ দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ৩৬৪ জন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক