ব্রিটেনে পারমাণবিক প্রকল্প বাড়ানোর পরিকল্পনা

ব্রিটেনের ইতিহাসের অন্যতম বৃহৎ একটি পারমণবিক প্রকল্প

ব্রিটেনে পারমাণবিক প্রকল্প বাড়ানোর পরিকল্পনা

অনলাইন ডেস্ক

পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে ব্রিটেনে এবার নতুন পারমাণবিক প্রকল্প তৈরি হতে চলেছে। যদিও চলমান পারমাণবিক প্রকল্পগুলোতে ধীরগতি থাকায় নতুন প্রকল্প হাতে নেওয়া নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠছে।

বিবিসির এক প্রতিবেদনে থেকে জানা গেছে, নতুন এই পারমাণবিক চুল্লী ব্রিটেনে পূর্বের চেয়ে চারগুণ বেশি শক্তির যোগান দিতে পারবে। এমনটাই জানিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ।

তারা আরও জানিয়েছে, প্রকল্পটি ব্রিটেনের ৭০ বছরের ইতিহাসে সবচাইতে বড় প্রকল্প হতে চলেছে।

নবায়নযোগ্য শক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, ব্রিটেনের ঘরবাড়ির ১৫ শতাংশ বৈদ্যুতিক চাহিদা পূরণ হয় পারমাণবিক চুল্লী থেকে।

উল্লেখ্য, ব্রিটেনে চলমান বেশ কটি পারমাণবিক প্রকল্পে ইতোমধ্যে ধীরগতি লক্ষ্য করা গেছে। দেশটির বিভিন্ন মহল দাবি করেছে এই প্রকল্পগুলো একদিকে যেমন নির্ধারিত বাজেট ছাড়িয়ে যাচ্ছে অন্যদিকে দীর্ঘসূত্রতার কারণে কাজ হচ্ছে ধীর গতিতে।

news24bd.tv/SC