হুথিদের সামর্থ্য কতটুকু?

সংগৃহীত ছবি

হুথিদের সামর্থ্য কতটুকু?

অনলাইন ডেস্ক

লোহিত সাগরে বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলগামী জাহাজেও একের পর এক হামলা চালিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি।

দুই মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এসব টানা হামলা চালানোর পর হুথিদের লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছিল ব্রিটিশ ও মার্কিনি সেনারা।

বিভিন্ন মহলেই প্রশ্ন উঠছে আসলে হুতিদের শক্তিমত্তা নিয়ে।

সামরিক সরঞ্জামের দিক দিয়ে হুথিরা একেবারে পিছিয়ে নেই। হুথিদের কাছে আছে আধুনিক হেলিকপ্টার ও নৌ-সরঞ্জাম। আছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র।

সাম্প্রতিক হামলাগুলোতে তারা এসব সরঞ্জাম ও অস্ত্রই ব্যবহার করেছে। স্থল বাহিনীর মতো হুথির আছে বিশেষ নৌবাহিনীও।

বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে তারা কামিকাজে ড্রোন ব্যবহার করেছে। এর আগে তারা কাসেফ ড্রোন নামেও একটি অস্ত্র ব্যবহার করেছিল। এছাড়াও তাদের হাতে আছে সামাদ নামের দীর্ঘপাল্লার ড্রোন। যার আভে ভি-আকৃতির লেজ।

সৌদি আরবের সাথে দীর্ঘ মেয়াদি যুদ্ধের সময়ও এসব অস্ত্র ব্যবহার করেছে হুথি যোদ্ধারা।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরান হুথিদের উন্নত প্রযুক্তির ড্রোন ও ক্ষেপণাস্ত্রসহ নানা সমরাস্ত্র সরবরাহ করে থাকে। তবে জাতিসংঘ বলছে, বিশ্বের অন্যান্য বেসামরিক খাত থেকেও অস্ত্র পেয়ে থাকে হুথি বিদ্রোহীরা।

news24bd.tv/SC

এই রকম আরও টপিক