নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরিতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং।

নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরিতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরিতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

এসময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং বাংলাদেশের বিভিন্ন শিল্পে কর কমানোর জন্য শিল্পমন্ত্রীর সহযোগিতা চান। সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, দক্ষিণ কোরিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু।

দেশের বিভিন্ন খাতে তাদের বিনিয়োগ রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের আর্থিকখাত সংস্কারে সহযোগিতা করবে ব্রিটেন

এসময় মন্ত্রী বলেন, নতুন করে বাংলাদেশের চামড়া, বস্ত্র ও পাট খাতে দক্ষিণ কোরিয়াকে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। শিল্পক্ষেত্রে সহযোগিতায় বাংলাদেশের পাশে থাকবে দক্ষিণ কোরিয়া।

news24bd.tv/FA