কারাগার থেকে মুক্তি পেলেন মির্জা ফখরুল 

কারাগার থেকে বের হওয়ার পর ফুলেল শুচেচ্ছায় বরণ করে নেওয়া হয় মির্জা ফখরুলকে

কারাগার থেকে মুক্তি পেলেন মির্জা ফখরুল 

অনলাইন ডেস্ক

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেলা সাড়ে ৩টার পর মুক্তি পান তিনি। এসময় ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেয় জেলগেটে উপস্থিত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।

মির্জা ফখরুলের সঙ্গে একইসময়ে মুক্তি পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, বিকাল পৌনে চারটার দিকে বিএনপির মহাসচিব ফখরুল ও আমীর খসরু কারাগারের মূল ফটক থেকে বেরিয়ে যান। তারা দুজনই কারাগার থেকে জামিনে মুক্ত হলেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতা হলে ২৯ অক্টোবর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসভবন থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া গত ২ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকেও গুলশানের বাসা গ্রেপ্তার করা হয়।

প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ বিভিন্ন অভিযোগে পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় বিএনপির এই দুই নেতাকে।

news24bd.tv/SHS