এবারে বাফটায় পুরস্কার জিতলেন যারা

এবারে বাফটায় পুরস্কার জিতলেন যারা

অনলাইন ডেস্ক

অনুষ্ঠিত হয়ে গেল ৭৭তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের আসর। রোববার লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে বসে পুরস্কার বিতরণীর আসর। আসরে সেরা সিনেমা হয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। সর্বোচ্চ মনোনয়নও পেয়েছিল ‘ওপেনহেইমার’।

এই আসরে সিনেমাটি সাতটি পুরস্কার জিতেছে। ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কারও জিতেছেন ক্রিস্টোফার নোলান। এ সিনেমায় রবার্ট ওপেনহেইমারের চরিত্রে অভিনয় করে প্রধান চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন কিলিয়ান মার্ফি।

‘বাফটা অ্যাওয়ার্ড-২০২৪’এ কারা করেছেন বাজিমাত বা কাদের হাতে উঠেছে পুরস্কার তালিকা দেখে নিন নিম্নে- 

সেরা ছবি: ওপেনহাইমার

সেরা ব্রিটিশ ছবি: দ্য জোন অব ইন্টারেস্ট

ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের সেরা অভিষেক: ‘আর্থ মামা’ ছবির জন্য সাভানা লিফ সেরা পরিচালক ও লেখকের পুরস্কার পেয়েছেন।

প্রযোজকের পুরস্কার পেয়েছেন শার্লি, কনোর ও মেডবি রিওরডান

অ-ইংরেজি ভাষার সেরা সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা তথ্যচিত্র: ২০ ডেজ ইন মারিওপুল

সেরা অ্যানিমেটেড ছবি: দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা চিত্রনাট্য: অ্যানাটমি অব আ ফল

সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)

সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা সহ-অভিনেত্রী: দাভাইন জয় রানডলফ

সেরা সহ-অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র

সেরা কাস্টিং: দ্য হোল্ডওভার্স

সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার

সেরা এডিটিং: ওপেনহাইমার

সেরা পোশাক: পুওর থিংস

সেরা মেকআপ ও চুল সজ্জা: পুওর থিংস

সেরা গান: ওপেনহাইমার

সেরা প্রোডাকশন ডিজাইন: পুওর থিংস

news24bd.tv/TR    

সম্পর্কিত খবর