রোহিঙ্গা যুবকের পেটে মিললো ৩ হাজার পিস ইয়াবা

প্রতীকী ছবি

রোহিঙ্গা যুবকের পেটে মিললো ৩ হাজার পিস ইয়াবা

অনলাইন ডেস্ক

গাজীপুরের গাছা থানা এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ২ হাজার ২৮০টি রোহিঙ্গা যুবক তার পেটে বহন করে এনেছিল।

গ্রেপ্তার ফয়জুল ইসলাম (৩৩) কক্সবাজারের উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নাজির হোসেনের ছেলে। শুক্রবার রাতে জিএমপির গাছা থানার শরীফপুর এলাকার মৃধা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে পেটে ভিতর ইয়াবা ট্যাবলেট বহন করে কক্সবাজার থেকে টঙ্গীতে নিয়ে আসছিল।

এ বিষয়ে গাজীপুর মহানগর ডিবি পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন জানান, ফয়জুল ৬০ পিস করে ইয়াবা ট্যাবলেট পলিথিনের পোটলা করে গিলে খেয়ে পেটের ভিতর বহন করে নিয়ে আসতো। পরবর্তীতে পায়খানা করে ওই ইয়াবাগুলো বের করতো।

তিনি জানান, এবার ৩৮ পোটলা ইয়াবা পেটে বহন করে গাজীপুরে শরীফপুরের নাজমুলের বাসায় এসে অবস্থান করছিল।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় নাজমুল পালিয়ে গেলে ধরা পড়ে ফয়জুল। অভিযানে ফয়জুলের পেটে করে আনা ২ হাজার ২৮০ পিস এবং ঘর তল্লাশি করে ২ হাজার ৭২০ ইয়াবা উদ্ধার হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য ১৫ লাখ টাকা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক