বেইলি রোডের ঘটনায় চারজনের ২ দিনের রিমান্ড

সংগৃহীত ছবি

বেইলি রোডের ঘটনায় চারজনের ২ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার কাচ্চি ভাইর ম্যানেজার ও চুমুক রেস্টুরেন্টের দুই মালিকসহ চারজনের দুই দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- চুমুক রেস্টুরেন্টের দুই মালিক আনোয়ারুল হক, শফিকুর রহমান রিমন, কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জয়নুদ্দিন জিসান, ভবনের ম্যানেজার মুন্সি হামিমুল আলম বিপুল।

শনিবার (২ মার্চ) সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করে। আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আবু আনসারি।

আরও পড়ুন : বেইলি রোডের আগুনে বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

এদিন সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে তাদের সন্ধ্যা ৬টায় আদালতের হাজত খানায় আনা হয়।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার সময়ে রাজধানীর বেইলি রোডের ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এরপর শুক্রবার (১ মার্চ) রাতে রমনা মডেল থানায় এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম বাদী হয়ে অবহেলা, অসাবধানতা, বেপরোয়া, তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ কাজের অভিযোগে মামলাটি দায়ের করেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক