দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স, উদ্ধারে গিয়ে পুলিশ পেল গাঁজা-ফেনসিডিল!

দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স, উদ্ধারে গিয়ে পুলিশ পেল গাঁজা-ফেনসিডিল!

দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স, উদ্ধারে গিয়ে পুলিশ পেল গাঁজা-ফেনসিডিল!

অনলাইন ডেস্ক

নাটোরের সিংড়ায় দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স থেকে ৩৩ কেজি গাঁজা ও ৩৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ সোমবার উপজেলার চৌগাম এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশ থেকে এই মাদক দ্রব্য উদ্ধার করা হয়। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করতে পারেনি পুলিশ।

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান ও স্থানীয়রা জানায়, বগুড়া থেকে নাটোরগামী অ্যাম্বুলেন্সটি নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার চৌগ্রাম এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচে পড়ে যায়।

এ সময় অ্যাম্বুলেন্সটির চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সটি উদ্ধার তৎপরতা শুরু করে। এসময় অ্যাম্বুলেন্সটির ভিতরে বস্তায় পলিথিনে মোড়ানো বোতল দেখতে পায় পুলিশ। পরে বস্তুার মুখ খুলে তাতে ফেনসিডিলের ৩৫৫টি বোতল পায়।
সেই সাথে চারটি পলিথিনে মোড়ানো গাঁজার প্যাকেট উদ্ধার করে তারা।

চারটি প্যাকেটে মোট ৩৩ কেজি গাঁজা আছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। উদ্ধারকৃত মাদকসহ অ্যাম্বুলেন্সটি হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। অ্যাম্বুলেন্সটির রেজিস্ট্রেশন নম্বর ধরে মাদক বহনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।

news24bd.tv/aa