পবিত্র কাবা শরীফে দুই হাত তুলে অঝোরে কাঁদল শিশু (ভিডিও)

পবিত্র কাবা শরীফে দুই হাত তুলে অঝোরে কাঁদল শিশু (ভিডিও)

অনলাইন ডেস্ক

সৌদি আরবের পবিত্র কাবা শরীফে দুই হাত তুলে মোনাজাত করার সময় অঝোরে কেঁদেছে এক শিশু। ইমাম শাইখ ডক্টর আব্দুল রহমান আল সুদাইস ওই সময় মোনাজাত করছিলেন। শিশুটির কাঁদার মুহূর্তটি ধরা পড়েছে সৌদির সংবাদমাধ্যম আল এখবারিয়া টিভির ক্যামেরায়। খবর  গালফ নিউজ।

এতে দেখা যাচ্ছে, সে দাঁড়িয়ে মোনাজাত করছে আর তার চোখ থেকে পানি পড়ছে। শিশুটি তার পাশের ব্যক্তির দিকে একবার তাকিয়ে আরও বেশি কাঁদা শুরু করে।

ওই সময় শাইখ সুদাইস মোনাজাতে বলছিলেন, “ইয়া কারিম, ও আল্লাহ আমাদের পাপকে ক্ষমা করুন। বাধ্যদের ডাকে সাড়া দিন।

” তার এমন মোনাজাত শুনে ওই সময় মানুষ আরও আপ্লুত হয়ে পড়ে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওটিতে অনেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। শিশুটিকে এমন আবেগী হতে দেখে নেটিজেনদের অনেকেও আবেগী হয়ে পড়েন। অনেকে জানিয়েছেন শিশুটির কাঁদার বিষয়টি তাদের নাড়া দিয়েছে।

গত ১১ মার্চ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হয়। রমজান উপলক্ষ্যে প্রতিদিন হাজার হাজার মানুষ মক্কার কাবা শরীফে উপস্থিত হচ্ছেন। তারা সেখানে ওমরাহ হজ পালন, সাধারণ নামাজ ও তারাবি পড়াসহ অন্যান্য ইবাদতে মগ্ন থাকছেন।

যদিও ভিড় নিয়ন্ত্রণে রাখতে এবার রমজানে একজন ব্যক্তিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার অনুমতি দিচ্ছে সৌদির সরকার।

অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে অধিক সওয়াব প্রদান করে থাকেন মহান আল্লাহ তায়ালা। তাই এই মাসে মুসল্লিরা বেশি ইবাদত করে থাকেন।

news24bd.tv/aa