আইপিএল শুরুর আগের দিন বড় বিস্ফোরণ ধোনির

আইপিএল শুরুর আগের দিন বড় বিস্ফোরণ ধোনির

অনলাইন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন মৌসুম শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। চেপুকে আসরের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার লড়াই দিয়ে পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগের।

তবে এ ম্যাচের আগে বিস্ফোরণ ঘটালেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

তার পরিবর্তে চেন্নাইয়ের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ কথা জানিয়েছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।  

২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এমএস ধোনি। মাঝে ২০২২ সালে আসর শুরুর আগে রবীন্দ্র জাদেজার হাতে নেতৃত্বভার তুলে দেওয়া হলেও, দল খারাপ করতে থাকায় ফের অধিনায়কের পদে আসীন হন ধোনি।

এবার ফের নতুন একটি আসর শুরুর আগে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। ফলে এবারের আসরে উইকেটকিপার ব্যাটার হিসেবেই সিএসকের হয়ে লড়তে দেখা যাবে ধোনিকে।  

আইপিএলে ধোনির অধীনে রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে চেন্নাই। গত আসরের ফাইনালে গুজরাট টাইটান্সকে শেষ বলের রোমাঞ্চে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ আইপিএল ট্রফি জয়ের রেকর্ড গড়ে দলটি।

news24bd.tv/SHS