বড় হারের মুখে বাংলাদেশ

সংগৃহীত ছবি

বড় হারের মুখে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনশেষে দলীয় মাত্র ৪৭ রানের মাথায় ৫ উইকেট নেই বাংলাদেশের। এর আগে প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ধানাঞ্জায়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে রানের পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পেয়েছেন এই দুই লঙ্কান ব্যাটার।

ব্যাটিংয়ে নেমে দলীয় রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

বেশিক্ষণ সুবিধা করতে পারেননি অধিনায়ক শান্তও।

দলীয় ৯ রানে ৫ বল খেলে ৬ রান করে আউট হন শান্ত। মুমিনুলকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়া চেষ্টা করেন জাকির হাসান। তবে সে আশাতেও গুড়েবালি হয় বাংলাদেশের।

শেষমেশ অর্ধেক স্কোয়াড প্যাভিলিয়নে ফিরলে ৪৭ রানের দিনশেষ করতে স্বাগতিকরা।

বাংলাদেশের জয়ের জন্য দরকার আরও ৪৬৪ রান। দিনশেষে চতুর্থ দিনে জয়ের আশার প্রদীপ যেনো একদমই নিভু নিভু করছে বাংলাদেশের জন্য।

news24bd.tv/SC 

 
 

এই রকম আরও টপিক