বেঙ্গালুরুকে হেসেখেলেই হারালো কলকাতা

বেঙ্গালুরুকে হেসেখেলেই হারালো কলকাতা

অনলাইন ডেস্ক

খেলা বেঙ্গালুরুর মাঠে। এই মাঠে অনেকগুলো বড় বড় স্কোরের ইতিহাস আছে। যদিও শুক্রবার (২৯ মার্চ) ঘরের টিম বেঙ্গালুরুর বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা।

ওপেনিং-এ নামা অধিনায়ক ফাফ ডু প্লেসি এবং বিরাট কোহলি উড়ন্ত সূচনার ইঙ্গিত দিলেও দলীয় ১৭ রানের মাথায় আউট হন ফাফ।

এরপর কোহলি এবং ক্যামেরন গ্রিন বেঙ্গালুরুর রানের চাকা সচল রাখেন। শেষদিকে ম্যাক্সওয়েল এবং কোহলির পার্টনারশিপে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ তোলে বেঙ্গালুরু। ৫৯ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন কোহলি।

জবাবে ব্যাট করতে নেমে কলকাতা রীতিমতো ব্যাটিং তান্ডব চালাতে থাকে কলকাতা।

ওপেনিং-এ ফিল সল্ট এবং সুনিল নারিন মিলে মাত্র ৬.৩ ওভারে দলের জন্য ৮৬ রান তোলেন। এইদিন ২২ বলে ৪৭ রানের মারকুটে ব্যাটিং করেন নারিন। ২০ বলে ৩০ রান করেন সল্ট। এরপর ৩ টি উইকেট পড়লেও কলকাতার রানের চাকা থামানো যায়নি। ভেঙ্কটেশ আইয়ার এবং শ্রেয়াস আইয়ার মিলে ১৯ বল ও ৭ উইকেট বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যান।  ভেঙ্কটেশ আইয়ার ৩০ বলে অর্ধশতক ৫০ রান করেন। অন্যদিকে শ্রেয়াস আইয়ার ২৪ বলে ৩৯ রান করেন।

কলকাতার হয়ে হার্শিত রানা এবং আন্দ্রে রাসেল দুটি করে উইকেট শিকার করেন।

বোলিংয়ে ১ উইকেট নিয়ে এবং ব্যাট হাত ৪৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সুনিল নারিন।

news24bd.tv/SC