কৃষক হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি

কৃষক হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের কৃষক দুলাল হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।  

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলো-ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের আনিছুর রহমান, শাবলু খান,  রমজান আলী ও সোহেল রানা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ এপ্রিল ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের কৃষক দুলালকে তার নিজ বাড়িতে গলা কেটে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই জাহাঙ্গীর তালুকদার বাদী হয়ে ক্ষেতলাল থানায় ওইদিন রাতে মামলা দায়ের করলে আদালত দীর্ঘ শুনানী শেষে আজ এ রায় দেন।  

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী নৃপেন্দ্রনার্থ মণ্ডল পিপি ও  আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন খলিলুর রহমান।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর